রাজ্য

Election Commision | ২০০২-এর তালিকায় নাম রয়েছে অথচ খসড়া তালিকায় নাম নেই? শুনানিতে যেতে হবেনা আপনাকে...

Election Commision | ২০০২-এর তালিকায় নাম রয়েছে অথচ খসড়া তালিকায় নাম নেই? শুনানিতে যেতে হবেনা আপনাকে...
Key Highlights

কমিশন জানিয়েছে, ২০০২-এর তালিকা ERO দেখে নেবেন। প্রয়োজনে ভোটারকে না ডেকে ফোনে নিষ্পত্তি করে দেবেন।

শনিবার থেকে শুরু হয়েছে SIR এর শুনানি। ২০০২ তালিকায় থাকা ভোটারদের জন্যে নয়া নির্দেশিকা জারি করলো নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, যেসমস্ত ভোটারের নাম ২০০২ এর তালিকায় রয়েছে, তবে অনলাইনে দেখা যাচ্ছে না, তাঁদের শুনানির জন্য ডাকা হবে না। ২০০২ এর তালিকা দেখে ERO ফোনে ব্যাপারটার নিষ্পত্তি করে দেবেন। প্রয়োজনীয় তথ্য আপলোড করে দেবেন। সিইও মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, ৮৫ বছরের বেশি বয়সী বৃদ্ধ এবং শারীরিক ভাবে অসক্ষম ভোটারের বাড়িতে গিয়ে শুনানি হবে।