ক্রমশ ঘরবন্দি প্রবীণদের বাড়ছে স্মৃতিলোপের শঙ্কা, সঙ্গে বাড়ছে উদ্বেগও

Wednesday, February 24 2021, 8:39 am
ক্রমশ ঘরবন্দি প্রবীণদের বাড়ছে স্মৃতিলোপের শঙ্কা, সঙ্গে বাড়ছে উদ্বেগও
highlightKey Highlights

লকডাউন ও অতিমারির কারণে একলা হয়ে পড়া বয়স্ক ব্যক্তিদের মধ্যে স্মৃতিভ্রংশের সম্ভাবনা প্রায় কুড়ি শতাংশ বেড়ে গিয়েছে, যা উদ্বেগ বাড়িয়েছে চিকিৎসক মহলের। এই রোগের প্রথম পর্যায়ে স্মৃতি হারানো, চিন্তাভাবনা করার শক্তি হারিয়ে ফেলা এবং শেষ পর্যায়ে দৈনন্দিন অভ্যাসের যে সব কাজ, যেমন স্নান, খাওয়া, ঘুমের মতো বিষয়গুলিও ভুলে যান আক্রান্তেরা। চিকিৎসাবিজ্ঞানের উন্নতির কারণে গড় আয়ু বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বেড়েছে বয়স্কদের সংখ্যাও। চিন্তার বিষয় হল যদি কেও এই রোগের শিকার হয়ে থাকেন, তবে সে প্রথমে তা অনুভব করতে পারছেননা। চিকিৎসকদের ধারণা এই রোগের চিকিৎসা না থাকায় আগামী দিনে নিতে পারে কোনো অতিমারীর রূপ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File