Afcons Infrastructure Share Price । IPOতে তালিকাভুক্ত হলো শাপুরজি পালোঞ্জি গ্রুপের ফ্ল্যাগশিপ কোম্পানি ‘আফকনস ইনফ্রাস্ট্রাকচার’
Monday, November 4 2024, 7:18 am
Key Highlightsআজ শাপুরজি পালোঞ্জি গ্রুপের ফ্ল্যাগশিপ কোম্পানি 'আফকনস ইনফ্রাস্ট্রাকচার' IPOতে তালিকাভুক্ত হয়েছে। শেয়ার বৃদ্ধি পেয়েছে ৮%
শাপুরজি পালোঞ্জি গ্রুপের ফ্ল্যাগশিপ কোম্পানি, 'আফকনস ইনফ্রাস্ট্রাকচার' আজ IPOতে তালিকাভুক্ত হলো। আফকনস ইনফ্রাস্ট্রাকচারের স্টক এনএসই তে ৮.৫৪% বেড়ে হয়েছে ৪৬২.৪০ টাকা। বিএসই তে, স্টক ৭.৩৪% বেড়ে ৪৬১.৬০এ পৌঁছেছে। এই কোম্পানির IPOতে প্রচুর ইনস্টিটিউশনাল বিনিয়োগকারীদের আগ্রহ ছিল। যদিও, শেয়ারবাজারের দর হিসেবে ডিসকাউন্ট অনেকটাই কম, তবে দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীরা নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারেন। বাজারের অবস্থা স্থিতিশীল হওয়ার পর ধীরে ধীরে মূল্য বৃদ্ধি হতে পারে।
-  Related topics - 
 - ব্যবসা বাণিজ্য
 - শেয়ার বাজার
 - অর্থনীতি
 - বাণিজ্য
 

 