এনইইটি ইউজি ২০২১-এ পরীক্ষার আবেদনের জন্য বাড়ানো হলো সময়সীমা
Wednesday, August 4 2021, 9:07 am
Key Highlightsশিক্ষার্থীদের জন্য সুখবর, এনইইটি ইউজির ২০২১ সালের স্নাতক পরীক্ষার জন্য এবার আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। পরীক্ষা দিতে আগ্রহী প্রার্থীরা অফিসিয়াল সাইট নিট.এনটিএ.এনআইসি-তে গিয়ে আবেদন করতে পারেন। ১০ আগস্ট, ২০২১ বিকাল ৫টা পর্যন্ত তারা সময় পাবেন আবেদন করতে। এছাড়া আবেদনে কোনো ভুলভ্রান্তি থাকলে তা সংশোধন করার জন্যও সময় দেওয়া হয়েছে ১১ আগস্ট ২০২১ থেকে ১৪ আগস্ট ২০২১ পর্যন্ত। তবে এই আবেদন পত্রে সংশোধনের বিকল্পটি কেবল ঐচ্ছিক। শিক্ষার্থীরা যদি মনে করে যে তাদের ফর্মসংশোধনের প্রয়োজন তবেই এই সুযোগটি ব্যবহার করতে পারে।