আর্থিক দুর্নীতির অভিযোগে Enforcement Directorate এবার তলব করল অভিনেত্রী ইয়ামি গৌতমকে
Friday, July 2 2021, 10:55 am
Key Highlightsভিকি ডোনার খ্যাত বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতমকে আর্থিক দুর্নীতির ঘটনার জেরে তলব করল ইডি। এই নিয়ে দ্বিতীয়বার অভিনেত্রীকে তলব করল ED। জানা যাচ্ছে অভিনেত্রীর বিরুদ্ধে Foreign Exchange Management Act উলঙ্ঘন করার অভিযোগ রয়েছে। গত মাসেই উরির পরিচালক আদিত্য ধরের সঙ্গে ক্লোজ ডোর অনুষ্ঠানের মাধ্যমেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী ইয়ামি। ইতিমধ্যেই ED-র জোন ২ ওই মামলার তদন্ত শুরু করে দিয়েছে।
- Related topics -
- সেলিব্রিটি
- বলিউড
- অভিনেত্রী
- ইয়ামি গৌতম
- ইডি

