ED Seizes Cryptocurrency | ১৬৪৬ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি বাজেয়াপ্ত করলো ED! বাজেয়াপ্ত ৪৮৯ কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তিও!
Tuesday, February 18 2025, 6:35 am
Key Highlights২২ হাজার ৫০০ কোটি টাকার বিনকানেক্ট কেলেঙ্কারির তদন্তে নেমে এই বিপুল অঙ্কের ক্রিপ্টোকারেন্সি বাজেয়াপ্ত করেছে ED।
১৬৪৬ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি বাজেয়াপ্ত করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট! সূত্রের খবর,২২ হাজার ৫০০ কোটি টাকার বিনকানেক্ট কেলেঙ্কারির তদন্তে নেমে এই বিপুল অঙ্কের ক্রিপ্টোকারেন্সি বাজেয়াপ্ত করেছে ED। সুরাটের CID ক্রাইম পুলিশ স্টেশনে একটি FIRর ভিত্তিতে প্রিভেনশন অব মানিলন্ড্যারিং অ্যাক্টে তদন্ত শুরু করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ২০১৬ সালের নভেম্বর থেকে ২০১৮ সালের জানুয়ারির মধ্যে এই প্রতারণা হয়েছিল বলে অভিযোগ। জানা গিয়েছে, এই মামলায় এর আগে ৪৮৯ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তিও বাজেয়াপ্ত করেছিল ED।
- Related topics -
- দেশ
- ভারত
- বিটকয়েন
- এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
- ক্রাইম

