Anil Ambani | SBI 'ফ্রড' ঘোষণা করতেই অনিল আম্বানির সঙ্গে যুক্ত কোম্পানির দফতরে EDর হানা!

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া 'ফ্রড' ঘোষণা করতেই ব্যবসায়ী অনিল আম্বানির সঙ্গে যুক্ত বেশ কয়েকটি কোম্পানির দফতরে হানা দিলো ED!
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া 'ফ্রড' ঘোষণা করতেই ব্যবসায়ী অনিল আম্বানির সঙ্গে যুক্ত বেশ কয়েকটি কোম্পানির দফতরে হানা দিলো ED! মূলত অর্থপাচার এবং ঋণ জালিয়াতির অভিযোগেই মুম্বইয়ের একাধিক অফিস সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বাড়িতে অভিযান চলছে। কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে জানানো হয়,সংশ্লিষ্ট কোম্পানিগুলি দীর্ঘদিন ধরেই ঋণ বাবদ নেওয়া অর্থের যথাযথ ব্যবহার নিয়ে প্রশ্নের মুখে ছিল। প্রসঙ্গত,ঋণ অ্যাকাউন্টের লেনদেন সংক্রান্ত মামলার প্রেক্ষিতে চলতি মাসেই SBI অনিল আম্বানিকে ‘ফ্রড’ ঘোষণা করে।