ED Raid | সাতসকালে ফের অ্যাকশন মোডে ইডি, কলকাতা সহ পশ্চিমবঙ্গের ২০টি জায়গায় চলছে তল্লাশি

শুক্রবার সকালে কয়লা উত্তোলনের টেন্ডারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কলকাতা, ঝাড়খণ্ডের ২৪ ঠিকানায় তল্লাশিতে যান আধিকারিকরা।
সকালে কয়লা উত্তোলনের টেন্ডারে অনিয়ম ও দুর্নীতির মামলায় ফের সক্রিয় হয়ে উঠেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার কলকাতা সহ ঝাড়খণ্ডের ২৪ ঠিকানায় তল্লাশি শুরু হয়েছে। এদিন সকালে নরেন্দ্র খারকা নামে এক ব্যবসায়ীর সল্টলেকের বাড়িতে হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, ঝাড়খণ্ড, হাওড়ার একাধিক জায়গায় হাজির হয়েছেন ইডি আধিকারিকরা। সবকটি ঠিকানাই ঘিরে ফেলেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বিসিসিএল (BCCL)-এর ঠিকাদার তথা কয়লা ব্যবসায়ী এলবি সিং-এর ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে টার্গেট করছে ইডি।
