Robert Vadra | সোনিয়া গান্ধীর জামাইয়ের বিরুদ্ধে চার্জশিট জমা ইডির, কী অভিযোগ রবার্টের বিরুদ্ধে?

আর্থিক তছরুপ মামলায় সোনিয়া গান্ধীর জামাই তথা সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢরার বিরুদ্ধে চার্জশিট জমা দিল ইডি।
ইডির রাডারে সোনিয়া গান্ধীর জামাই তথা সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢরা। ইডি জানিয়েছে, ইউপিএ জমানায় প্রতিরক্ষা ক্ষেত্রে ৪০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভাণ্ডারির বিরুদ্ধে। সঞ্জয় ভাণ্ডারির বিরুদ্ধে তদন্ত করতে গিয়ে সোনিয়ার জামাই রবার্ট বঢরার নাম উঠে এসেছে। রবার্টের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে ইডি। দিল্লির আদালতে জমা পড়েছে অভিযোগপত্র। অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় বর্তমানে ইংল্যান্ডে গৃহবন্দী রয়েছেন। সঞ্জয়কে দেশে ফেরানোর মরিয়া চেষ্টা করছে ভারত সরকার।
