বিনোদন

Dino Morea | মিঠি নদী পলি অপসারণ কেলেঙ্কারির ঘটনায় অভিনেতা ডিনো মোরিয়াকে গ্রেপ্তার করলো ইডি!

Dino Morea | মিঠি নদী পলি অপসারণ কেলেঙ্কারির ঘটনায় অভিনেতা ডিনো মোরিয়াকে গ্রেপ্তার করলো ইডি!
Key Highlights

মিঠি নদী পলি অপসারণ কেলেঙ্কারির ঘটনায় মুম্বই ও কেরলের ১৫টিরও বেশি জায়গায় একযোগে তল্লাশি চালিয়েছে ইডি। আর তালিকায় রয়েছে অভিনেতা ডিনো মোরিয়া।

মিঠি নদী পলি অপসারণ কেলেঙ্কারির ঘটনায় মুম্বই ও কেরলের ১৫টিরও বেশি জায়গায় একযোগে তল্লাশি চালিয়েছে ইডি। মামলাটি নথিভুক্ত করেছিল মুম্বই পুলিশের ইকনমিক অফেন্সেস উইং। অভিযুক্তের তালিকায় উঠে এসেছে মডেল এবং অভিনেতা ডিনো মোরিয়ার নাম। প্রায় ৬৫ কোটির আর্থিক তছরুপের প্রধান অভিযুক্ত কেতন কদমের সঙ্গে ফোনে ছিল ডিনো মোরিয়া এবং তাঁর ভাই সান্টিনো মোরিয়ার নাম পাওয়া গিয়েছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতেই ইডির দপ্তরে ডাকা হয়েছে অভিনেতাকে।