অর্থনৈতিক

Amiya Kumar Bagchi । প্রয়াত অর্থনীতিবিদ অমিয়কুমার বাগচী! ভারতীয় ব্যাঙ্কিং এবং অর্থব্যবস্থার ইতিহাসে তাঁর অবদান অনস্বীকার্য

Amiya Kumar Bagchi । প্রয়াত অর্থনীতিবিদ অমিয়কুমার বাগচী!  ভারতীয় ব্যাঙ্কিং এবং অর্থব্যবস্থার ইতিহাসে তাঁর অবদান অনস্বীকার্য
Key Highlights

প্রয়াত অর্থনীতিবিদ অমিয়কুমার বাগচী। প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।

প্রয়াত অর্থনীতিবিদ অমিয়কুমার বাগচী। প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। প্রায় তিনমাস ধরে বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন তিনি। প্রসঙ্গত, অর্থনৈতিক ইতিহাস তথা অর্থনীতির মার্কসবাদী গবেষণা করে যথেষ্ট সুনাম ও প্রসিদ্ধি অর্জন করেছিলেন অমিয়কুমার। তিনি অর্থনীতিবিদ, গবেষকই হারায় ছিলেন একজন অত্যন্ত জনপ্রিয় ও দক্ষ শিক্ষক। তাঁর লেখনীও ছিল সাবলীল ও সুন্দর। ঔপনিবেশিক যুগের বাণিজ্যের ইতিহাস থেকে শুরু করে ভারতীয় ব্যাঙ্কিং এবং অর্থব্যবস্থার ইতিহাসের প্রবক্তা হিসাবে এই বাঙালি গবেষকের অবদান অনস্বীকার্য এবং সর্বজনবিদিত।