Assam | অসমে পুরোপুরি নিষিদ্ধ গোমাংস ভক্ষণ! নিয়ম আরও কড়া করলো অসম সরকার
Wednesday, December 4 2024, 6:11 pm

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, গোমাংস ভক্ষণ নিয়ে রাজ্যের ক্যাবিনেট বৈঠকে আইন সংশোধন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অসমে পুরোপুরি বন্ধ গোমাংস ভক্ষণ। এই নিয়ে নিয়মে কিছুটা বদলও আনা হয়েছে বলে বুধবার জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি জানান, গোমাংস ভক্ষণ নিয়ে রাজ্যের ক্যাবিনেট বৈঠকে আইন সংশোধন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অসমে এতদিন পর্যন্ত নিয়ম ছিল, রাজ্যে গোমাংস বিক্রি করা যাবে না। তাছাড়া মন্দির সংলগ্ন ৫ কিলোমিটার এলাকাতে গোমাংস ভোজন নিষিদ্ধ ছিল। তবে এবার প্রকাশ্যে বা কোনও অনুষ্ঠানে গোমাংস খাওয়া যাবে না। কেবল মন্দির সংলগ্ন এলাকা নয়, গোটা রাজ্যজুড়েই এই নতুন আইন কার্যকর হবে।