রাজ্য

AC local | স্বাধীনতা দিবসের আগেই রোববার উদ্বোধন হতে চলেছে পূর্ব রেলের প্রথম এসি লোকাল

AC local | স্বাধীনতা দিবসের আগেই রোববার উদ্বোধন হতে চলেছে পূর্ব রেলের প্রথম এসি লোকাল
Key Highlights

স্বাধীনতা দিবসের আগেই যাত্রা শুরু করতে চলেছে পূর্ব রেলের প্রথম এসি লোকাল। রবিবার ট্রেনটির উদ্বোধন।

রবিবার উদ্বোধন হতে চলেছে পূর্ব রেলের প্রথম এসি লোকালের। সোমবার সকাল ৮টা ২৯ মিনিটে রানাঘাট থেকে ট্রেনটি ছাড়বে। ট্রেনটি শিয়ালদহ পৌঁছবে ১০টা ১০ মিনিটে। আবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে রাত ৮টা ৩২ মিনিটে পৌঁছবে রানাঘাটে। আপাতত এই একটি ট্রেনটিই চলবে। পূর্ব রেল জানিয়েছে, রানাঘাট ছাড়ার পর চাকদহ, কল্যাণী, কাচরাপাড়া, নৈহাটি, বারাকপুর, খড়দহ, সোদপুর, দমদম ও বিধাননগর স্টেশনে দাঁড়াবে। যাত্রা শেষ করবে শিয়ালদহে। ট্রেনটিতে স্টেইনলেস স্টিলের মোট ১১২৬টি সিট থাকছে।