Extra Train | ভারত বনাম ইংল্যান্ড ম্যাচের সমর্থকদের জন্যে বুধবার ২টি অতিরিক্ত ট্রেন চালাবে পূর্ব রেল
টি২০ ম্যাচের জন্য সেজে উঠেছে ইডেন। রাতের ম্যাচে বাড়ি ফিরে যাওয়া নিয়ে চিন্তা ছিল ক্রিকেটপ্রেমীদের মধ্যে। সেই সমস্যা দূর করতে শুধু বুধবার দুটি অতিরিক্ত ১২ কোচের ট্রেন চালাবে রেল।
বেলা গড়ালেই ইডেনে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ড হাই ভোল্টেজ ম্যাচ। রাতের ম্যাচে বাড়ি ফেরা নিয়ে চিন্তা ছিল ক্রিকেটপ্রেমীদের মধ্যে। সেই সমস্যা দূর করতে শুধু বুধবার ২ টি অতিরিক্ত ১২ কোচের ট্রেন চালাবে পূর্ব রেল। রেল সূত্রে খবর, বুধবার রাত ১১টা ৫০ মিনিটে প্রিন্সেপ ঘাট স্টেশন থেকে একটা ইএমইউ স্পেশাল রাত একটায় বারাসত পৌঁছবে। বিবাদি বাগ থেকে রাত ১২টা ২ মিনিটে ছাড়া ট্রেনটি বারুইপুরে পৌঁছবে রাত ১টা ৩২ মিনিটে।