Eastern Railway | মহিলাদের জন্য সংরক্ষিত কামরার বাড়ানোয় বিক্ষোভ নিত্যযাত্রীদের! এবার এই নিয়ে মুখ খুললো পূর্ব রেল!
Friday, April 18 2025, 6:04 am

জেনারেল কম্পার্টমেন্টের সংখ্যা কমিয়ে মহিলাদের জন্য সংরক্ষিত কামরার বাড়ানোর ঘটনায় গত বুধ এবং বৃহস্পতিবার শিয়ালদহ দক্ষিণ শাখার বিভিন্ন স্টেশনে বিক্ষোভ দেখান নিত্যযাত্রীদের একাংশ।
জেনারেল কম্পার্টমেন্টের সংখ্যা কমিয়ে মহিলাদের জন্য সংরক্ষিত কামরার বাড়ানোর ঘটনায় গত বুধ এবং বৃহস্পতিবার শিয়ালদহ দক্ষিণ শাখার বিভিন্ন স্টেশনে বিক্ষোভ দেখান নিত্যযাত্রীদের একাংশ। তাদের অভিযোগ, দৈনিক যাতায়াতে সমস্যা হচ্ছে। এই ঘটনায় এবার পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের রেলওয়ে ম্যানেজার জানান, লোকাল ট্রেনে মহিলা যাত্রীদের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। ফলে শিয়ালদহ ডিভিশনে ১২ কোচের লোকাল ট্রেনে মহিলা কামরার সংখ্যা দুই থেকে তিনটি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তা থেকে কোনও ভাবেই সরবেন না রেল কর্তৃপক্ষ।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- ভারতীয় রেল
- রেলওয়ে বোর্ড
- রেল মন্ত্রক
- পূর্ব রেল