শহর কলকাতা

AC local | যাত্রী সুবিধার্থে চাঁদপাড়া-মছলন্দপুর-অশোকনগরেও দাঁড়াবে এসি লোকাল, তালিকায় রয়েছে শ্যামনগর, বেলঘরিয়াও

AC local | যাত্রী সুবিধার্থে চাঁদপাড়া-মছলন্দপুর-অশোকনগরেও দাঁড়াবে এসি লোকাল, তালিকায় রয়েছে শ্যামনগর, বেলঘরিয়াও
Key Highlights

এবার থেকে শ্যমনগর, বেলঘরিয়ার মতো গুরুত্বপূর্ণ স্টেশনেও দাঁড়াবে এসি লোকাল। তালিকায় রয়েছে চাঁদপাড়া, মছলন্দপুর, অশোকনগর রোডের মতো গুরুত্বপূর্ণ স্টেশনও।

বর্তমানে শিয়ালদহ ডিভিশনে তিনটি এসি লোকাল চলছে। যাত্রীদের মধ্যেও যথেষ্ট সাড়া মিলেছে। অশোকনগর স্টেশনে যাতে এসি লোকাল দাঁড়ায়, সেই দাবিও জানিয়েছিলেন অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। নইলে বিক্ষোভের হুঁশিয়ারি দেন তিনি। রেল কতৃপক্ষ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, এবার থেকে ট্রেনটি চাঁদপাড়া, মছলন্দপুর, অশোকনগর রোড, বিড়া এবং বিরাটিতেও স্টপেজ দেবে। শ্যামনগর এবং বেলঘরিয়ায়ও অতিরিক্ত স্টপেজ দেবে ট্রেনটি। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ১ মাস পরীক্ষামূলকভাবে এই রুটে স্টপেজের সংখ্যা বাড়ানো হলো।