IPA Plant in WB | পূর্ব ভারতের প্রথম IPA প্ল্যান্ট তৈরী হবে বাংলায়! ২,৬০০ কোটি টাকার বেশি লগ্নি করবে ম্যাটিক্স গ্রূপ!

Friday, April 18 2025, 5:41 am
highlightKey Highlights

২,৬০০ কোটি টাকার বেশি লগ্নি করে পশ্চিমবঙ্গে একটি IPA প্লান্ট গড়ে তুলতে আগ্রহী ম্যাটিক্স গ্রুপ।


২,৬০০ কোটি টাকার বেশি লগ্নি করে পশ্চিমবঙ্গে একটি IPA প্লান্ট গড়ে তুলতে আগ্রহী ম্যাটিক্স গ্রুপ। এটিই হবে পূর্ব ভারতের প্রথম আইপিএ প্লান্ট। ম্যাটিক্সের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রস্তাবিত ইউনিটটিতে বছরে ৫০ হাজার টন IPA উৎপাদিত হবে। পশ্চিম বর্ধমানের পানাগড়ে ম্যাটিক্সের যে সার কারখানা রয়েছে, সেখানেই এই নতুন প্লান্টটি ২০২৬ থেকে ২০২৭ অর্থবছরে উৎপাদন শুরু করবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, ফার্মাসিউটিক্যালস ও পার্সোনাল কেয়ার পণ্য উৎপাদনে IPA একটি গুরুত্বপূর্ণ কাঁচামাল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File