ISL । খরা কাটলো লাল হলুদের! আইএসএলে বাজিমাত করলো অস্কার ব্রুজোর ইস্টবেঙ্গল

Saturday, November 30 2024, 2:29 am
highlightKey Highlights

আইএসএলে প্রথম জয় পেল ইস্টবেঙ্গল। শুক্রবার রাতে ঘরের মাঠে নর্থ ইস্ট ইউনাইটেডকে ১:”০ গোলে হারাল অস্কার ব্রুজোর দল।


অবশেষে খরা কাটলো লাল হলুদের। শুক্রবার ঘরের মাঠে  নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে দুরন্ত জয় পেলো ইস্টবেঙ্গল। এদিন ১:০ গোলে জিতলো ইস্টবেঙ্গল। ম্যাচের ২৩ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে একমাত্র গোলটি করেন দিমিত্রিয়স ডিয়ামানটাকোসে। এদিনকার ম্যাচের নেপথ্য নায়ক হলেন অস্কার ব্রুজো। স্প্যানিশ কোচের স্ট্র্যাটেজিতেই বাজিমাত করলো ইস্টবেঙ্গল। এএফসি কাপের পর আবার জয়ে ফিরল লাল হলুদ। যুবভারতী থেকেই শুরু হলো সুপার সিক্সের যোগ্যতা অর্জনের লড়াই।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File