East Bengal | লালহলুদ না হাসপাতাল? দলের ছয় সদস্যের চোটে চিন্তার ভাঁজ ক্লাব কতৃপক্ষের কপালে
Thursday, January 30 2025, 6:52 pm
 Key Highlights
Key Highlightsচোটের জন্য প্রথম দলের অন্তত ছ’জন ফুটবলারকে শুক্রবারের মুম্বই সিটি এফসি ম্যাচে পাচ্ছে না ইস্টবেঙ্গল। সঙ্গে কার্ড সমস্যায় নেই মিডফিল্ডার জিকসন সিংও।
মুম্বাই সিটি এফসি ম্যাচের আগেই চিন্তার ভাঁজ ইস্টবেঙ্গলের কপালে। একজন দু’জন নয় অন্তত ছ’জন ফুটবলারকে চোটের জন্যে দলে পাচ্ছেনা লাল হলুদ। এরা হলেন সল ক্রেসপো, আনোয়ার আলি, মহম্মদ রাকিপ, প্রভাত লাকড়া, ক্লেটন সিলভা, হিজাজি মাহের। মরশুমের শুরু থেকেই চোট সমস্যায় ভুগছে ইস্টবেঙ্গল। এদিকে কার্ড সমস্যায় দলে নেই মিডফিল্ডার জিকসন সিংও। সবমিলিয়ে নতুন করে দল সাজাতে যে হিমশিম খাবেন কোচ অস্কার ব্রুজো তা বলাই বাহুল্য। এখন আর পয়েন্টও নষ্ট করতে পারবেননা তিনি।
-  Related topics - 
- খেলাধুলা
- ইস্টবেঙ্গল
- ইমামি ইস্টবেঙ্গল
- ফুটবলার
- ফুটবল
- মুম্বাই
- আইএসএল

 
 