East Bengal | বিরাট আর্থিক জরিমানার গেরোয় লাল হলুদ, চ্যালেঞ্জ লিগে নামার আগেই ধাক্কা খেলো ইস্টবেঙ্গল
Wednesday, March 5 2025, 4:22 pm

এএফসি চ্যালেঞ্জ লিগে খেলতে নামার আগেই শাস্তির খাঁড়া ইস্টবেঙ্গলের উপর। কয়েক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে লাল হলুদ শিবিরকে।
আইসিএলের মাঝেই এএফসি চ্যালেঞ্জ লিগে খেলতে নামছে ইস্টবেঙ্গল। কিন্তু ম্যাচ শুরুর আগেই বিপাকে লালহলুদ কতৃপক্ষ। আসলে, এএফসি চ্যালেঞ্জ লিগের এই ম্যাচটির আয়োজন করেছে ইস্টবেঙ্গল। ম্যাচের নিয়ম অনুসারে চ্যালেঞ্জ লিগে খেলতে নামার আগে স্টেডিয়াম থেকে সরিয়ে ফেলতে হতো আইএসএলের বিজ্ঞাপন। সময় সংক্ষেপের কারণে বিজ্ঞাপনের হোর্ডিং না খুলে সেগুলো কালো কাপড় দিয়ে ঢেকে দেয় লালহলুদ কতৃপক্ষ। হাওয়ায় কালো কাপড় সরে যায়। তা দেখতে পেয়েই ইস্টবেঙ্গলকে মোটা অঙ্কের জরিমানা করেছেন ম্যাচ কমিশনার।
- Related topics -
- খেলাধুলা
- ইস্টবেঙ্গল
- ফুটবলার
- ফুটবল
- ফুটবল লেজেন্ড
- সর্বভারতীয় ফুটবল ফেডারেশন
- ফুটবল প্রশিক্ষক
- স্টেডিয়াম
- সল্টলেক স্টেডিয়াম
- জরিমানা