East Bengal vs Mohun Bagan | ডুরান্ড কাপে আলাদা গ্রুপে থেকেও মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান!

এবার ডুরান্ড কাপে আলাদা গ্রুপে রয়েছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। ফলে দুই দল একে অন্যের মুখোমুখি হয়নি।
এ বারের ডুরান্ড কাপে গ্রুপ Aতে রয়েছে ইস্টবেঙ্গল, গ্রুপ Bতে রয়েছে মোহনবাগান। ফলে মুখোমুখি খেলার কোনো সম্ভাবনাই ছিল না দুদলের। গ্রুপস্তরের পর নকআউট পর্বের ম্যাচ হবে ১৬ ও ১৭ অগস্ট। গ্রুপ Aতে শীর্ষে রয়েছে ইস্টবেঙ্গল। ইন্ডিয়ান এয়ার ফোর্সকে হারালে তাঁরা গ্রপের শীর্ষে থেকে শেষ করবে। ওদিকে গ্রুপ Bতে শীর্ষে আছে ডায়মন্ড হারবার এফসি। দ্বিতীয় স্থানে রয়েছে মোহনবাগান। ফলে ডায়মন্ড হারবারকে এবং মোহনবাগান দুদলেরই কোয়ার্টার ফাইনালে ওঠার সুযোগ রয়েছে। ফলে ফাইনালে মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে দুদলের।