East Bengal | একের পর এক সুযোগ নষ্ট, ভাঙলো অপরাজিত তকমা, এএফসি চ্যালেঞ্জ লিগে ১ গোলে হারলো ইস্টবেঙ্গল
Wednesday, March 5 2025, 6:02 pm
Key Highlightsএএফসি চ্যালেঞ্জ লিগে আরকাদাগের কাছে ১ গোলে হারলো ইস্টবেঙ্গল।
ইস্টবেঙ্গল এএফসি চ্যালেঞ্জ লিগে পরপর তিনটে ম্যাচ অপরাজিত থেকে খেলতে নেমেছিল। তবে শেষরক্ষা হলো না। একাধিকবার গোল মিস করে আরকাদাগের কাছে ১ গোলে হার হলো লাল হলুদের। ম্যাচের ১০ মিনিটের মাথায় আরকাদাগের স্ট্রাইকার গুরবানোভ লাল হলুদের ডিফেন্সকে টপকে পোস্টের বাঁ দিকে কর্নারে বল রেখে বিজয়ী গোলটি করেছেন। ইস্টবেঙ্গলের আক্রমণভাগকে আজ বড্ড নড়বড়ে দেখাচ্ছিলো। একাধিকবার গোলের সুযোগ তৈরী হলেও একটাও গোল করতে পারেনি তাঁরা। ফলে তুর্কমেনিস্তানের দলের কাছে ১:০তে হারতে হলো তাঁদের।
- Related topics -
- খেলাধুলা
- ইস্টবেঙ্গল
- ফুটবলার
- ফুটবল
- সর্বভারতীয় ফুটবল ফেডারেশন

