খেলাধুলা

East Bengal vs Mohun Bagan | যেন জিততেই ভুলে গিয়েছে ইস্টবেঙ্গল! মোহনবাগানের কাছে অনূর্ধ্ব ১৫তে গুটিয়ে গেলো লাল-হলুদ ব্রিগেড

East Bengal vs Mohun Bagan | যেন জিততেই ভুলে গিয়েছে ইস্টবেঙ্গল! মোহনবাগানের কাছে অনূর্ধ্ব ১৫তে গুটিয়ে গেলো লাল-হলুদ ব্রিগেড
Key Highlights

অনূর্ধ্ব ১৫তে ৩:০ গোলে মোহনবাগানের কাছে পরাজিত লাল হলুদ ব্রিগেড। অন্যদিকে অনূর্ধ্ব ১৭ ম্যাচটা ড্র হলো।

আবারও জয়ের মুখে দেখলো না ইস্টবেঙ্গল। অনূর্ধ্ব ১৫তে ৩:০ গোলে মোহনবাগানের কাছে পরাজিত লাল হলুদ ব্রিগেড। অন্যদিকে অনূর্ধ্ব ১৭ ম্যাচটা ড্র হলো। ২০ জানুয়ারি ছিল জুনিয়রদের দুই দলের ডার্বির দ্বিতীয় লীগ। সেখানে অনূর্ধ্ব ১৫ ম্যাচে মোহনবাগান করে ৩ গোল। গোল দেন সঞ্জু শিকদার, রূপম মণ্ডল ও তনয় বৈরাগী। অন্যদিকে শূন্য হাতেই ফিরতে হয় ইস্টবেঙ্গলকে। উল্লেখ্য, চলতি বছরের প্রথম মাসে, অর্থাৎ জানুয়ারিতে সিনিয়র, জুনিয়র মিলিয়ে পরপর তিনটে ডার্বিতে মোহনবাগানের কাছে গো-হারান হেরেছে ইস্টবেঙ্গল।