East Bengal-Mohun Bagan | গুয়াহাটিতে ডার্বি আগেই মোহনবাগানের কাছে ২-১ গোলে পরাজিত ইস্টবেঙ্গল
এদিন কল্যাণীর মাঠে রিলায়্যান্স ফাউন্ডেশন ইউথ স্পোর্টসের ম্যাচ ছিল।
আজ, শনিবার কয়েক ঘণ্টা পরই গুয়াহাটিতে মুখোমুখি হবে মোহনবাগান ইস্টবেঙ্গল। তবে ডার্বি ম্যাচের আগেই মোহনবাগানের কাছে পরাস্ত ইস্টবেঙ্গল। একেবারে শেষ মুহূর্তের গোলে হেরে গেল লাল হলুদ ব্রিগেড। ম্যাচের ফল ২:১। এদিন কল্যাণীর মাঠে রিলায়্যান্স ফাউন্ডেশন ইউথ স্পোর্টসের ম্যাচ ছিল। অনূর্ধ্ব ১৫ টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচে খেলতে নেমে ইস্টবেঙ্গল শুরু থেকেই এগিয়ে ছিল। কিন্তু পরের দিকে মোহনবাগানের রাজদীপ পালের নির্ধারিত গোলে মোহনবাগানের কাছে ২:১ গোলে পরাজিত হয় ইস্টবেঙ্গল।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবল
- ফুটবলার
- ইস্টবেঙ্গল
- মোহনবাগান