খেলাধুলা

Cleiton Silva | কোচ ব্রুজোর সঙ্গে ঝামেলার জের! ক্লেটন সিলভার সঙ্গে চুক্তি ছিন্ন করলো ইস্টবেঙ্গল!

Cleiton Silva | কোচ ব্রুজোর সঙ্গে ঝামেলার জের! ক্লেটন সিলভার সঙ্গে চুক্তি ছিন্ন করলো ইস্টবেঙ্গল!
Key Highlights

সুপার কাপ খেলতে নামার চারদিন আগেই বিদেশী ফুটবলার হারালো ইস্টবেঙ্গল।

সুপার কাপ খেলতে নামার চারদিন আগেই বিদেশী ফুটবলার হারালো ইস্টবেঙ্গল। কোচ অস্কার ব্রুজোর সঙ্গে ঝামেলার জেরে ব্রাজিলীয় স্ট্রাইকার ক্লেটন সিলভার সঙ্গে চুক্তি ছিন্ন করলো লাল হলুদ শিবির। গত রবিবার কোচ অস্কার ব্রুজোর সঙ্গে ক্লেটনের ঝামেলা শুরু হয়। সেদিন চেন্নাইয়িনের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ক্লেটনকে বদলি হিসেবে নামানো হয়। কিন্তু নির্দিষ্ট পজিশনে খেলার জন্য কোচের দেওয়া নির্দেশ মেনে চলেননি তিনি। এমনকি কোচকে অকথ্য ভাষায় গালিগালাজও করেন ক্লেটন। এরপর মঙ্গলবার, বারপুজোর দিনও ঝামেলা হয় ক্লেটনকে নিয়ে।