East Bengal | SAFF চ্যাম্পিয়নশিপে বাজিমাত ইস্টবেঙ্গলের মেয়েদের, ফাজ়িলা-শিল্কির পায়ের জাদুতে মুগ্ধ দুনিয়া
Saturday, December 20 2025, 2:57 pm
Key Highlightsনেপালের APF ক্লাবকে ৩:০ গোলে হারিয়ে SAFF উইমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপ খেতাব জিতল ইস্টবেঙ্গলের মেয়েরা।
বিদেশের মাটিতে ইতিহাস গড়লো ইস্টবেঙ্গলের মেয়েরা। নেপালের APF ক্লাবকে ৩:০ গোলে হারিয়ে SAFF উইমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপ খেতাব জিতল ভারতকন্যারা। এদিন কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল। ম্যাচের ২১ মিনিটে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন ফাজ়িলা ইকওয়াপুত। ম্যাচের ৩৫ মিনিটে ডান প্রান্ত থেকে আসা ক্রসে নিখুঁত হেড। গোলপোস্টে বল ঢোকালেন শিল্কি দেবী। দ্বিতীয়ার্দ্ধে এক মিনিটের মধ্যে নিজের দ্বিতীয় গোলটি করেন ফাজ়িলা। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলস্কোরার হয়ে সোনার বুট ছিনিয়ে নিলেন তিনি।

