East Bengal FC | প্রথমবার লাল হলুদের ঘরে এল IWL ট্রফি! পুরুষ দলের ব্যর্থতা ভোলালো ইস্টবেঙ্গলের মেয়েরা!

ওডিশা এফসিকে ১:০ গোলে পরাজিত করে চলতি IWL জিতল ইস্টবেঙ্গলের মহিলা দল।
ISL এ ইস্টবেঙ্গলের পুরুষ দল ব্যর্থ হলেও, কলকাতা লিগে জয় আনলো মেয়েরা। ওড়িশাএফসিকে ১:০ গোলে পরাজিত করে চলতি IWL জিতল ইস্টবেঙ্গলের মহিলা দল। আর এই জয়ের ফলে প্রথমবার লাল হলুদের ঘরে এলো IWL ট্রফি। এদিন ফাইনাল ম্যাচে লাল হলুদ শিবিরের হয়ে ৬৮ মিনিটে গোল করেন সৌম্যা। গোল করেই কিংবদন্তি ফুটবলার ক্রিস্তিয়ানো রোনাল্দোর SIUUU স্টাইলে সেলিব্রেশন করেন সৌম্যা। উল্লেখ্য, চলতি IWLএ ১২ ম্যাচের মধ্যে ১০টাতে জিতে ইস্টবেঙ্গলের পয়েন্ট ৩১। গোল পার্থক্য ২৪। মাত্র একটি ম্যাচ হেরেছে।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবল
- ইস্টবেঙ্গল
- ওড়িশা