খেলাধুলা

East Bengal | পঞ্জাব এফসিকে ৩-১ গোলে হারিয়ে সুপার কাপ ফাইনালে প্রবেশ করল ইস্টবেঙ্গল!

East Bengal | পঞ্জাব এফসিকে ৩-১ গোলে হারিয়ে সুপার কাপ ফাইনালে প্রবেশ করল ইস্টবেঙ্গল!
Key Highlights

গোয়ার ফতোরদা স্টেডিয়ামে পঞ্জাব এফসির বিরুদ্ধে গোল করলেন মহম্মদ রশিদ, কেভিন সিবিলে ও সল ক্রেস্পো।

পঞ্জাব এফসিকে ৩-১ গোলে হারিয়ে সুপার কাপ ফাইনালে প্রবেশ করল ইস্টবেঙ্গল। বৃহষ্পতিবার গোয়ার ফতোরদা স্টেডিয়ামে পঞ্জাব এফসির বিরুদ্ধে গোল করলেন মহম্মদ রশিদ, কেভিন সিবিলে ও সল ক্রেস্পো। ফাইনালে লাল হলুদের বিরুদ্ধে কে খেলবে তা জানা যাবে এফসি গোয়া বনাম মুম্বই সিটি এফসির মধ্যে দ্বিতীয় সেমি ফাইনালের পর। বলা বাহুল্য, ডুরান্ড কাপে ভালো খেলেও হাতছাড়া হয়েছিল ইস্টবেঙ্গলের। সেমি ফাইনালে তাদের হারতে হয়েছিল ডায়মন্ড হারবার এফসির কাছে। ফলে সুপার কাপই তাদের কামব্যাকের রাস্তা।