East Bengal vs Namdhari FC | ডুরান্ডে ফের জয়, নামধারী এফসিকে ১:০-তে ওড়ালো ইস্টবেঙ্গল

শেষপর্যন্ত নামধারীকে হারিয়ে নকআউট নিশ্চিত হয়ে গেল ইস্টবেঙ্গলের।
ডুরান্ডে দ্বিতীয় ম্যাচেও জয় পেলো ইস্টবেঙ্গল। এদিন শুরু থেকেই হাড্ডাহাড্ডি ফুটবল খেলতে শুরু করে লাল হলুদের ছেলেরা। পরপর তিনটে কর্নার আদায় করেন অস্কার ব্রুজোর ছেলেরা। যদিও নামধারীর রক্ষণভাগ সজাগ ছিল। ফলে প্রথমার্ধে গোলের সুযোগ পায়নি ইস্টবেঙ্গল। প্রথমার্ধে স্কোরলাইন থাকে গোলশূন্য। দ্বিতীয়ার্ধে ৬৭ মিনিটে জয়সূচক গোল করে ইস্টবেঙ্গলকে পয়েন্ট এনে দিলেন মরোক্কান ফুটবলার হামিদ আহদাদ। আর গোলের সুযোগ পায়নি কোনো দলই। শেষপর্যন্ত নামধারী এফসি’কে ১ গোলে হারিয়ে নকআউট নিশ্চিত হয়ে গেল ইস্টবেঙ্গলের।