Kolkata Derby । ডার্বির শতবর্ষে লাল হলুদের দাপট!২-১ গোলে মোহনবাগানকে হারালো ইস্টবেঙ্গল!

Saturday, July 13 2024, 1:15 pm
Kolkata Derby । ডার্বির শতবর্ষে লাল হলুদের দাপট!২-১ গোলে মোহনবাগানকে হারালো ইস্টবেঙ্গল!
highlightKey Highlights

২-১ গোলে জিতে চলতি কলকাতা লিগে জয়ের হ্যাটট্রি করল ইস্টবেঙ্গলই।


কলকাতা ডার্বির শতবর্ষে দাপট বজায় রাখলো ইস্টবেঙ্গলই। ২৮ মে ১৯২৫ সালে প্রথম ডার্বি লাল হলুদ ব্রিগেট জিতে শুরু করেছিল। এরপর আজ, ১০০ তম বছরে প্রথম ডার্বিটাও জিতল ইস্টবেঙ্গলই। ২-১ গোলে জিতে চলতি কলকাতা লিগে জয়ের হ্যাটট্রি করল তারা। মোহনবাগান সুপার জায়ান্ট ইস্টবেঙ্গলের কাছে হেরে যাওয়ার ফলে কলকাতা ফুটবল লিগের পয়েন্ট তালিকায় ১১ নম্বরে নেমে গেল। আপাতত গ্রুপ ‘বি’-র পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে আছে ইস্টবেঙ্গল। শীর্ষে আছে শুধুমাত্র ভবানীপুর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File