East Bengal-Mohun Bagan | ৩৩১ দিন পর ডার্বি জয় লাল-হলুদের! ২-১ গোলে মোহনবাগানকে হারালো জুনিয়র দল!

Wednesday, February 19 2025, 11:12 am
East Bengal-Mohun Bagan | ৩৩১ দিন পর ডার্বি জয় লাল-হলুদের! ২-১ গোলে মোহনবাগানকে হারালো জুনিয়র দল!
highlightKey Highlights

৩৩১ দিন পর ডার্বি জয় ইস্টবেঙ্গলের! যদিও এই জয় লাল হলুদ ব্রিগেডকে এনে দিয়েছে জুনিয়র দল।


৩৩১ দিন পর ডার্বি জয় ইস্টবেঙ্গলের! যদিও এই জয় লাল হলুদ ব্রিগেডকে এনে দিয়েছে জুনিয়র দল। রিলায়্যান্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের ম্যাচে ছোটদের ডার্বিতে মোহনবাগানকে ২:১ হারিয়েছে ইস্টবেঙ্গল। ৩৮ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন আরোমল এমকে। দ্বিতীয় গোলটি করেন শ্যামল বেসরা। মোহনবাগানের হয়ে এক মাত্র গোলে করেন দর্জি তামাং। উল্লেখ্য, চলতি মরশুমে মোহনবাগান ও ইস্টবেঙ্গল মোট ১৩ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে মোহনবাগান জিতেছে ন’বার। দু’টি ম্যাচ ড্র হয়েছে। আর এই জয় ইস্টবেঙ্গল জিতেছে দুবার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File