ISL 2025 | ফের স্বপ্নভঙ্গ লাল-হলুদের, বেঙ্গালুরুর সঙ্গে ড্র করে সুপার সিক্সের আশা শেষ ইস্টবেঙ্গলের
Sunday, March 2 2025, 4:55 pm
Key Highlightsবেঙ্গালুরুর সঙ্গে ড্র করে প্লে অফের লড়াই থেকে ছিটকে গেল ইস্টবেঙ্গল। মেসি বাউলির গোলে এগিয়ে গিয়েও শেষরক্ষা হল না অস্কার ব্রুজোর দলের।
যুবভারতীতে লালহলুদের ছন্দপতন। বেঙ্গালুরুর সঙ্গে ১:১ ড্র করে প্লে অফের লড়াই থেকে ছিটকে গেল ইস্টবেঙ্গল। এদিনকার ম্যাচে একগুচ্ছ গোল মিস করলো অস্কার ব্রুজোর দল। প্রথমার্ধের শেষ লগ্নে মেসি বাউলির গোলে এগিয়ে যায় দশ জনের ইস্টবেঙ্গল। তবে ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে বেঙ্গালুরুর হয়ে সমতা ফেরান সুনীল ছেত্রী। ম্যাচে একটি লাল কার্ড দেখেছে দিয়ামান্তোকোস। দশ জনে লড়াই করেও ৩ পয়েন্ট পেল না ইস্টবেঙ্গল। ফলে সুপার সিক্সের পৌঁছোতে পারলো না লাল হলুদ।
- Related topics -
- খেলাধুলা
- ইস্টবেঙ্গল
- বেঙ্গালুরু
- ফুটবলার
- ফুটবল
- ফুটবল প্রশিক্ষক
- সর্বভারতীয় ফুটবল ফেডারেশন
- স্টেডিয়াম

