East Bengal vs Nita Fa | মাঝমাঠে অপ্রতিরোধ্য ইস্টবেঙ্গল, নিতা এফএকে ৫:০ গোলে ওড়ালো লাল-হলুদ কন্যেরা
Friday, January 2 2026, 2:53 pm
Key Highlightsএই নিয়ে টানা চারটে ম্যাচে জয় পেল ইস্টবেঙ্গল। গত বারের চ্যাম্পিয়রা এ বার চ্যাম্পিয়নদের মতোই খেলছে।
ছেলেদের ফুটবল ধুঁকছে, তবে ইন্ডিয়ান উইমেন্স লিগে জ্বলজ্বল করছে ইস্টবেঙ্গলের মেয়েরা। এই নিয়ে উইমেন্স লিগে টানা চারটে ম্যাচে জয় পেল ইস্টবেঙ্গল। এদিন খেলতে নেমে নিতা এফএকে ৫:০ গোলে পরাস্ত করল লাল হলুদের মেয়েরা। ম্যাচের ৫ মিনিটের মধ্যেই সুলঞ্জনা রাউলের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ৪২ মিনিটে ফাজিলার থ্রু থেকে ব্যবধান বাড়ান সৌম্যা। দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটে রাস্টির পায়ে আসে তৃতীয় গোল। ৬৩ মিনিটে ফের একটি গোল করেন ফাজিলা। খেলার শেষ মুহূর্তে নওরেম প্রিয়াঙ্গকা দেবীর গোলে জয় পায় ইস্টবেঙ্গলের মেয়েরা।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবল
- ফুটবলার
- ফুটবল প্রশিক্ষক
- সর্বভারতীয় ফুটবল ফেডারেশন
- মহিলা ফুটবলার
- ইস্টবেঙ্গল

