East Bengal | শুক্রে কলকাতা লিগে ম্যাচ জেতার লক্ষ্যে মাঠে নামছে ইস্টবেঙ্গল, বিপক্ষে কারা?

ম্যাচ জিতে গ্রুপ শীর্ষে শেষ করাই এখন লক্ষ্য লাল-হলুদ কোচ বিনো জর্জের।
কলকাতা লিগে শুক্রবার কালীঘাট মিলন সংঘর বিরুদ্ধে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। আজ দুপুর ৩টায় নৈহাটী স্টেডিয়ামে মাঠে নামতে চলেছে দুদল। শুক্রবারের ম্যাচে সিনিয়র দলের সদস্যদের উপর ভরসা রাখছেন লাল-হলুদ কোচ বিনো জর্জ। শুক্রবারও কালীঘাটের বিরুদ্ধে স্কোয়াডে ইস্টবেঙ্গলের হয়ে খেলতে চলেছেন সৌভিক চক্রবর্তী, দেবজিৎ মজুমদার, এডমুন্ড লালরিনডিকা, পিভি বিষ্ণু, প্রভাত লাকরা, ডেভিডের মতো সিনিয়ররা। ইস্টবেঙ্গল কোচ বিনোর লক্ষ্য, কলকাতা লিগ পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখে লিগ শেষ করা।