Earthquake | সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা সহ বাংলাদেশের একাধিক অঞ্চল!

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে ঢাকা-সহ ওপার বাংলার একাধিক জায়গায় কম্পন অনুভূত হয়।
বৃহস্পতিবার(৪ ডিসেম্বর) সকালে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠলো বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা। ঢাকা সহ ওপার বাংলার একাধিক জায়গায় কম্পন অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে খবর, কম্পনের সময় ছিল সকাল ৬টা ১৪ মিনিট ৪৫ সেকেন্ড। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.১। ইউরোপিয়ান মেডিটারেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল গাজিপুরের টঙ্গি থেকে ৩৩ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্ব, নরসিংদী থেকে ৩ কিলোমিটার উত্তরে। কম্পনের তীব্রতা কম থাকায় এখনও অবধি কোনো ক্ষয়ক্ষতির খবর সামনে আসেনি।
