Himachal Pradesh | বন্যার ওপর ভূমিকম্প! ৩.২ মাত্রায় কাঁপলো হিমাচলপ্রদেশ!
Friday, August 2 2024, 9:52 am
Key Highlightsএকদিকে মেঘভাঙা বৃষ্টির জেরে বন্যায় বিপর্যস্ত হিমাচলপ্রদেশ।এরই মধ্যে ভূমিকম্পে কেঁপে উঠল রাজ্যের লাহুল স্পীতি এলাকা।
একদিকে মেঘভাঙা বৃষ্টির জেরে বন্যায় বিপর্যস্ত হিমাচলপ্রদেশ। দুর্যোগপূর্ণ হিমাচলে এখনও পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে। ৫০-এর বেশি মানুষ নিখোঁজ। এরই মধ্যে ভূমিকম্পে কেঁপে উঠল রাজ্যের লাহুল স্পীতি এলাকা। জানা গিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ৩.২। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিক করম সিং বলেন, 'মেঘ ভাঙা বৃষ্টির জেরে ২০ থেকে ২৫টি বাড়ি ভেঙে পড়ে। নদীতে ভেসে যান ৪০-৪২ জন। CISF, ITBP, রাজ্য বিপর্যয় মোকবিলা বাহিনী এবং স্থানীয় ভলান্টিয়াররা একাধিক ব্যক্তির দেহ উদ্ধার করেছে।
- Related topics -
- আবহাওয়া
- হিমাচল প্রদেশ
- হিমাচলপ্রদেশ
- বন্যা
- ভূমিকম্প
- ভূমিকম্প

