Earthquake | হোলির ভোরে ভূমিকম্পে কেঁপে উঠলো কার্গিল! কাঁপলো কাশ্মীর-লাদাখও
Friday, March 14 2025, 3:00 am

ভোররাতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কার্গিল। ভূমিকম্প এতটাই শক্তিশালী ছিল যে লাদাখ পর্যন্ত সেই কম্পন অনুভূত হল।
ভোররাতের ভূমিকম্পে কেঁপে উঠলো কার্গিল। সূত্রের খবর, শুক্রবার রাত ২টো ৫০ মিনিট নাগাদ শক্তিশালী ভূমিকম্প হয় কার্গিলে। ভূপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২। কম্পনের মাত্রা বেশি হওয়ার কারণে লাদাখেও কম্পন অনুভব করা গিয়েছে। কম্পন অনুভূত হয়েছে কাশ্মীরেও। উল্লেখ্য, লেহ ও লাদাখ সিসমিক জোন ৪ এর উপরে অবস্থিত। ফলে এই এলাকা অত্যন্ত ভূমিকম্প প্রবণ।