Earthquake | শুক্রের সকালে ভূমিকম্পে কাঁপলো আমেরিকা! জারি সুনামি সতর্কতা

Friday, August 22 2025, 5:19 am
highlightKey Highlights

দক্ষিণ আমেরিকার কেপ হর্ন এবং অ্যান্টার্কটিকার দক্ষিণ শেটল্যান্ড দ্বীপপুঞ্জের মধ্যে অবস্থিত ড্রেক প্যাসেজে অনুভূত হয়েছে এই কম্পন।


শুক্রবার সকালে দক্ষিণ আমেরিকার কেপ হর্ন এবং অ্যান্টার্কটিকার দক্ষিণ শেটল্যান্ড দ্বীপপুঞ্জের মধ্যে অবস্থিত ড্রেক প্যাসেজে তীব্র কম্পন অনুভূত হয়েছে। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (USGS) অনুযায়ী, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৫। উৎসস্থল ছিলো ড্রেক প্যাসেজ খাঁড়ির প্রায় ১১ কিমি গভীরে। তারপরই প্রশান্ত মহাসাগরের সুনামি সতর্কতা কেন্দ্র (PTWC) সুনামি সতর্কতা জারি করে জানিয়েছে, ড্রেক প্যাসেজের ভূমিকম্পের জেরে আগামী তিন ঘণ্টার মধ্যে চিলির কিছু উপকূলে আছড়ে পড়তে পারে সুনামির ঢেউ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File