Key Highlightsরবিবার সকালেই উত্তর পূর্ব ভারতের একটি বড় অংশ ভূমিকম্পে কেঁপে উঠল। পরপর অরুণাচল প্রদেশ এবং মনিপুর রাজ্যে অনুভুত হয় ভূ কম্পন। ন্যাশনাল সেন্টার ফর সেসমলজির তরফ থেকে জানানো হয়েছে যে এদিন অরুণাচল প্রদেশের পাঙ্গিং এলাকায় প্রথম ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.১ এবং এর উৎসস্থল ছিল মাটি থেকে ১৭ কিলোমিটার নীচে। পাঙ্গিং-এর উত্তর – উত্তর পশ্চিমে ৯৫ কিলোমিটার দূরে আঘাত হানে ভূমিকম্প।
-  Related topics - 
 - দেশ
 - ভূমিকম্প
 - অরুণাচল প্রদেশ
 - মনিপুর
 

 