Earthquake | মাঝরাতে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, কম্পন জম্মু কাশ্মীরেও!
Wednesday, October 22 2025, 2:31 am

শুধু আফগানিস্তান নয়, ভূমিকম্পে পাকিস্তান এবং ভারতের জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ এলাকাও কেঁপে ওঠে বলে জানা গিয়েছে।
ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (EMSC) জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে আফগান প্রদেশে ভূমিকম্প অনুভূত হয়েছ। শুধু আফগানিস্তান নয়, ভূমিকম্পে পাকিস্তান এবং ভারতের জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ এলাকাও কেঁপে ওঠে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.১। হিন্দুকুশ পার্বত্যাঞ্চল ছিল ভূমিকম্পের কেন্দ্র। ভূমিকম্পের উৎসস্থল ছিল মাটি থেকে প্রায় ২৪৪ কিলোমিটার (১৫২ মাইল) গভীরে। এদিন হঠাৎ করেই ঘরবাড়ি কাঁপতে দেখে আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে আসেন রাজধানী কাবুলের বাসিন্দারা। যদিও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।