Mini Moon | 'মিনি চাঁদ' পেল পৃথিবী, চাঁদের সঙ্গেই সেই উপগ্রহটিও পৃথিবীকে প্রদক্ষিণ করবে

Thursday, September 19 2024, 1:20 pm
highlightKey Highlights

আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির তরফে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ছোট্ট চাঁদের হদিশ পেয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা।


'মিনি চাঁদ' পেল পৃথিবী। আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির তরফে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ছোট্ট চাঁদের হদিশ পেয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা। যা পৃথিবীর টানে ছুটে আসবে। চাঁদের পাশাপাশি সেই উপগ্রহটিও পৃথিবীকে প্রদক্ষিণ করবে। যদিও তা সাময়িক। আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত পৃথিবীর আকাশে দেখা যাবে সেই  2024 PT5 নামক 'ক্ষুদ্র চাঁদ’। গত মাসেই এই গ্রহাণুর অস্তিত্ব পাওয়া গিয়েছে। দু'মাস ধরে সে পৃথিবীর চারপাশে ঘুরে ধীরে ধীরে আকর্ষণ কাটিয়ে ফের চলে যাবে নিজের কক্ষপথে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File