আপনি কি অনেক্ষন হেডফোন ব্যবহার করেন? তাহলে জানুন নিজের কী কী ক্ষতি করছেন!
Thursday, July 29 2021, 9:01 am

আপনি কি দিনের অনেকটা সময় হেডফোন ব্যবহার করে গান শোনেন বা ফোনে কারোর সাথে কথা বলতে ঘন্টাখানেকের জন্য হেডফোনের ব্যবহার করেন! চিকিৎসকদের মতে, দীর্ঘক্ষণ হেডফোন ব্যবহার করলে বা শব্দের পরিমান ৯০ ডেসিবেলের ওপরে গেলে কানে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। যেমন - মনের ওপর খারাপ প্রভাব পড়তে পারে, কানের যন্ত্রনা হতে পারে, এমনকি শ্রবণশক্তি দুর্বল বা হারিয়েও যেতে পারে। এক্ষেত্রে ব্লুটুথ হেডফোন আরও বিপজ্জনক । পাশাপাশি হেডফোন স্পঞ্জগুলি নিয়মিত পরিষ্কার করা উচিত।
- Related topics -
- লাইফস্টাইল
- কান
- চিকিৎসা