রাজ্য

DVC | বর্ষা ঢুকতেই জল ছাড়া শুরু করলো DVC! মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে ছাড়া হচ্ছে মোট ৩৫ হাজার কিউসেক জল!

DVC | বর্ষা ঢুকতেই জল ছাড়া শুরু করলো DVC! মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে ছাড়া হচ্ছে মোট ৩৫ হাজার কিউসেক জল!
Key Highlights

মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে মোট ৩৫ হাজার কিউসেক জল ছাড়া শুরু হল।

গতকাল দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকেছে। যার ফলে রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। এদিকে বৃষ্টি হচ্ছে বিহার ও ঝাড়খণ্ডেও। এই আবহে জল ছাড়তে শুরু করল দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC)। মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে মোট ৩৫ হাজার কিউসেক জল ছাড়া শুরু হল। DVC এর জল ছাড়ার খবরে দুশ্চিন্তা বেড়েছে নিম্ন দামোদর উপত্যকার বাসিন্দাদের। কারণ প্রায় প্রত্যেক বছরই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অভিযোগ, রাজ্যকে না জানিয়েই জল ছাড়ে DVC, আর প্লাবিত হয় পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলির বিস্তীর্ণ অঞ্চল।