DVC | পশ্চিমবঙ্গের বহু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা সত্ত্বেও উল্টে আরও ১ লক্ষ কিউসেক বেশি জল ছাড়ল DVC
জল ছাড়ার হার কমালো না দামোদর ভ্যালি কর্পোরেশন। এমনকি রবিবার থেকে বাড়ল জল ছাড়ার পরিমান।
ডিভিসির জল ছাড়ার জন্য পশ্চিমবঙ্গের একাধিক জেলার বহু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরী হয়েছে। তবুও জল ছাড়ার হার কমালো না দামোদর ভ্যালি কর্পোরেশন। এমনকি রবিবার থেকে বাড়ল জল ছাড়ার পরিমান। এদিন তারা মাইথন ও পাঞ্চেত থেকে প্রায় ১ লক্ষ ২০ হাজার কিউসেক জল ছাড়বে বলে খবর। ফলে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়তে হবে। উল্লেখ্য, শনিবার গভীর রাত থেকেই জল ছাড়া শুরু হয়েছে। মাইথন জলাধার থেকে ৬ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে সেদিন।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- নবান্ন