DVC Water | বিকেল অবধি মোট ৭০ হাজার কিউসেক জল ছেড়েছে DVC! কড়া সতর্কতা জারি দক্ষিণবঙ্গে
Friday, October 3 2025, 1:40 pm

শুক্রবার সকাল ৯ টায় ডিভিসি-র তরফে যে বুলেটিন দেওয়া হয়, সেই অনুযায়ী মাইথন ও পাঞ্চেত দুই জলাধার থেকে মোট ৬৫ হাজার কিউসেক হারে জল ছাড়া হয়েছে।
নিম্নচাপের কারণে ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে অজয় ও দামোদরের আপার ক্যাচমেন্টেও। দুই নদীর ওপর থাকা ঝাড়খণ্ডের তিনটি ড্যাম ক্রমাগত জল ছাড়ায় চাপ বাড়ছে মাইথন ও পাঞ্চেতে। তাই জল ছাড়ার পরিমান বাড়িয়েছে ডিভিসি। শুক্রবার সকাল ৯ টায় ডিভিসির তরফে দেওয়া বুলেটিন অনুযায়ী মাইথন ও পাঞ্চেত দুই জলাধার থেকে মোট ৬৫ হাজার কিউসেক হারে জল ছাড়া হয়েছে। ডিভিসির দুপুর ৩ টে ৪৫ মিনিটের বুলেটিন অনুযায়ী মাইথন ও পাঞ্চেত ড্যাম থেকে মোট ৭০ হাজার কিউসেক হারে জল ছাড়া শুরু হয়েছে। নদী তীরবর্তী এলাকায় সতর্কতা জারি হয়েছে।