Durgapur Rape Case | দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়া ধর্ষণকাণ্ডে সহপাঠীর ঘরে তল্লাশি চালিয়ে তাজ্জব পুলিশ!
Thursday, October 16 2025, 5:22 pm
Key Highlightsপুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই সহপাঠীর হস্টেল রুমে তল্লাশি চালিয়ে ১১টি অব্যবহৃত কন্ডোম উদ্ধার হয়েছে।
দুর্গাপুর মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়া ধর্ষণ মামলায় নয়া মোড়। পুলিশ সূত্রে খবর, ওই সহপাঠীর হস্টেল রুমে তল্লাশি চালিয়ে ১১টি অব্যবহৃত কন্ডোম উদ্ধার হয়েছে। নির্যাতনের ঘটনাস্থল হিসেবে চিহ্নিত পরাণগঞ্জের জঙ্গল থেকে আরও একটি অব্যবহৃত কন্ডোম উদ্ধার করেছে পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, সহপাঠী ছাত্রটি একটি সম্পূর্ণ কন্ডোম প্যাকেট কিনেছিল। এই বিষয়টি মামলার গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে নথিভুক্ত করা হবে। উল্লেখ্য, নির্যাতিতার বয়ান অনুযায়ী, তাঁকে একজনই ধর্ষণ করেছে। এঘটনায় এখনও অবধি ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- দুর্গাপুর
- মেডিক্যাল কলেজ হাসপাতাল
- মেডিকেল পড়ুয়া
- গ্রেফতার
- তদন্ত কমিশন
- তদন্ত

