শহর কলকাতা

Biswa Bangla Sharad Samman 2025 | প্রকাশিত ২০২৫এর বিশ্ব বাংলা শারদ সম্মান, কোন বিভাগে কারা পেলেন সেরার পুরস্কার?

Biswa Bangla Sharad Samman 2025 | প্রকাশিত ২০২৫এর বিশ্ব বাংলা শারদ সম্মান, কোন বিভাগে কারা পেলেন সেরার পুরস্কার?
Key Highlights

সেরার সেরা , সেরা সাবেকি পুজো, সেরা মণ্ডপ, সেরা প্রতিমা, সেরা ভাবনা, সেরা পরিবেশবান্ধব, বিশেষ পুরস্কার ও বিশ্ববাংলা পুজোর সেরা অ্যালবাম বিভাগে এই পুরস্কার প্রদান করা হবে।

একনজরে দেখে নিন কাদের ঝুলিতে এল বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫। সেরার সেরা তালিকায় রয়েছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন, সুরুচি সংঘ, চেতলা অগ্রণী, কালীঘাট মিলন সংঘ, টালা প্রত্যয়, শ্রীভূমি, বেহালা নূতন দল, আহিরীটোলা সর্বজনীন, কাশী বোস লেন, আলিপুর সর্বজনীন, হাতিবাগান সর্বজনীন, বাগবাজার সর্বজনীন, একডালিয়া এভারগ্রিন, সিমলা ব্যায়াম সমিতির মতো পুজোগুলি। সেরা মণ্ডপের তালিকায় আছে কালীঘাট মিলন সংঘ, দমদম পার্ক তরুণ সংঘ, নাকতলা উদয়ন সংঘ, ন’পাড়া দাদা ভাই সংঘ, দেশপ্রিয় পার্ক, তেলেঙ্গাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটির মতো পুজো কমিটিগুলি। সেরা ভাবনা রামমোহন সম্মিলনী, নলিন সরকার স্ট্রিট সর্বজনীন দুর্গোৎসব, বোসপুকুর শীতলা মন্দির দুর্গোৎসব কমিটি, কালীঘাট কিশোর সংঘ, কেষ্টপুর প্রফুল্লকানন সর্বজনীন, অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাব, চালতাবাগান সর্বজনীন, চোরবাগান সর্বজনীন, দমদম পার্ক ভারতচক্র ক্লাবের মতো পুজো কমিটিগুলি।