রাজ্যদূষণ এড়াতে জলে না ভাসিয়েই প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রে কলকাতার ঘাটে বিশেষ ব্যবস্থা কর্পোরেশনের
প্রতিমা নিরঞ্জনের জন্য কলকাতার ঘাটগুলোতে প্রস্তুতি তুঙ্গে। কলকতা পুলিশ থেকে কলকাতা কর্পোরেশন কোনও পক্ষই গঙ্গার ঘাট গুলোতে প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থাপনায় খামতি রাখতে রাজি নয়। বাজা কদমতলা ঘাট, দই ঘাট, জাজেস ঘাট ও নিমতলা ঘাটে প্রশাসনের কড়া নজরদারি। কলকাতা কর্পোরেশনের তরফে এবারই প্রথম প্রতিমা নিরঞ্জনের বিকল্প ব্যবস্থা করা হয়েছে দই ঘাটে । এক্ষেত্রে দূষণ এড়াতে দুর্গা মূর্তি জলে না ভাসিয়ে হোস পাইপের সাহায্যে মূর্তির গায়ে জল ঢালা হবে। প্রতিমা গলা সেই জল একটি রিজার্ভারে জমা করা হবে।