Durand Cup Final | শনিতে ডুরান্ড কাপ ফাইনাল, যুবভারতীতে ডায়মন্ড হারবার বনাম নর্থইস্ট ইউনাইটেড, কটায় দেখবেন খেলা?

কলকাতার যুবভারতী স্টেডিয়ামে নর্থইস্ট ইউনাইটেডের কাছে লক্ষ্য হচ্ছে ট্রফি ধরে রাখা, অন্যদিকে ডায়মন্ড হারবারের কাছে লক্ষ্য প্রথমবারেই বাজিমাত করা।
ডুরান্ড কাপে মাত্র এক ম্যাচ হেরে ফাইনালে প্রবেশ করেছে ডায়মন্ড হারবার এফসি। অন্যদিকে প্রতিটা ম্যাচ জিতে ফাইনালে প্রবেশ করেছে নর্থইস্ট। শনিবারের সন্ধ্যায় কলকাতার যুবভারতী স্টেডিয়ামে মেগা ম্যাচে মুখোমুখি হচ্ছে ডায়মন্ড হারবার এফসি ও নর্থইস্ট ইউনাইটেড এফসি। ২৩ অগস্ট অর্থাৎ শনিবার বিকেল সাড়ে ৫টা থেকে শুরু হচ্ছে ম্যাচ। টিভিতে সোনি স্পোর্টস ২তে, অনলাইনে সোনি লিভ অ্যাপ এবং ওয়েবসাইটে সরাসরি দেখা যাবে ডার্বি ম্যাচ। নিঃসন্দেহে মরশুমের অন্যতম আকর্ষণীয় ম্যাচ হতে চলেছে এই ফাইনাল।