Train Cancelled | পুজোর মরশুমে বর্ধমান-আসানসোল রুটে বাতিল একাধিক ট্রেন, চলবে ইন্টারলকিংয়ের কাজ

Saturday, October 4 2025, 5:42 am
highlightKey Highlights

কাজ চলবে আসানসোল ডিভিশনের বর্ধমান-আসানসোল রুটে। তার জেরে বাতিল করা হয়েছে একাধিক দূরপাল্লার ট্রেন।


অক্টোবরের ৬ তারিখ থেকে আসানসোল ডিভিশনে বর্ধমান-আসানসোল রুটে ইন্টারলকিংয়ের কাজ শুরু হবে। চলবে নভেম্বরের ২৩ তারিখ পর্যন্ত। তার জেরে ২৩ নভেম্বর পর্যন্ত বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন সহ ৫৭টি ট্রেন। যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে এক্সপ্রেস ও মিইএমইউ ট্রেনেরও। অন্য রুটে চলবে হাওড়া টু মোকামা এক্সপ্রেস,দেওঘর টু হাওড়া ময়ূরাক্ষী এক্সপ্রেস সহ একাধিক ট্রেন। হাওড়া টু রাঁচি শতাব্দী এক্সপ্রেস, রাঁচি টু হাওড়া শতাব্দী এক্সপ্রেস, নয়াদিল্লি টু হাওড়া পূর্বা এক্সপ্রেস সহ একাধিক ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File